Welcome to Barishal Cantonment Public School & College
School Logo Watermark

Barishal Cantonment Public School & College

Job Portal

নিয়োগ বিজ্ঞপ্তি-SEPTEMBER - ২৩.০১.৯০৭.০০.০২.০০৩.০১.০১.২৯.০৮.২৫
আবেদন শুরু: 06/09/2025 শেষ সময়: 25/09/2025 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বরিশাল-এ নিম্নলিখিত শূন্য পদে প্রভাষক, সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিষয় ও সংখ্যা: প্রভাষক-সমাজকর্ম ,কৃষিশিক্ষা

শিক্ষাগত যোগ্যতা: যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। সকল পরীক্ষায় ২য় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ ২.৭৫। শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রভাষক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর। তবে, অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড: ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳630.0

বিষয় ও সংখ্যা: সহকারী শিক্ষক(বাংলা ,ইংরেজি, গণিত,পদার্থবিজ্ঞান ,রসায়ন)

শিক্ষাগত যোগ্যতা: যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতকসহ বিএড/ স্নাতকোত্তর ডিগ্রি/ এবং ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে এবাং ইংরেজি ভার্শনে পাঠদানে সক্ষমতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর। ০২ (দুই) বছর সন্তোষজনকভাবে চাকুরী করার পর বিএড থাকা সাপেক্ষে স্থায়ীকরণের ভিত্তিতে বেতন স্কেল ১০ম যেতে উন্নীত করা হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১তম (১২,৫০০-৩২,২২৪)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ল্যাব সহকারী (রসায়ন)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ। সংশ্লিষ্ট বিষয়ে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ২.৫০ থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১৬তম (৯,৩০০-২২,৪৯০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳430.0

বিষয় ও সংখ্যা: ড্রাইভার(পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১৬ তম (৯,৩০০-২২,৪৯০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳430.0

বিষয় ও সংখ্যা: ড্রাইভার সহকারী

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতন স্কেল ও গ্রেড: ২০তম (৮,২৫০-২০,০১০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳330.0

বিষয় ও সংখ্যা: কার্পেন্টার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ২০তম (৮,২৫০-২০,০১০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳330.0

বিষয় ও সংখ্যা: ক্লিনার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ২০তম (৮,২৫০-২০,০১০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳330.0