ফর্মপূরণ সংক্রান্ত নিয়মাবলী :


  • ১। আগ্রহী প্রার্থীগণকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.gpcpsc.edu.bd ২১ মার্চ এবং ১৫ এপ্রিল ২০২৪ মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
  • ২। আবেদনের পূর্বে প্রার্থীর রঙ্গিন ছবি স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে।
  • ৩। উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
  • ৪। পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ৫। কোন কারণ দর্শনো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • ৬। অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
    • ক. gpcpsc.edu.bd website থেকে Job Application মেনুতে এ ক্লিক করে Online Apply মেনুতে গিয়ে Registration করুন।
    • খ. Edit Resume সাবমেনুতে গিয়ে আপনার Image, Career Objective, Educational Qualification, Communication Skill, Professional Training /Other Qualification, Experience, Other Merit/Skills/Awards, Personal info etc, তথ্যগুলো যথাযথভাবে পূরন করুন।
    • গ. Registration করার পর কোন কারনে Logout করলে পরবর্তীতে Login করতে হলে Mobile No এবং Password দিয়ে Login করুন। Login করার সময় আপনার Mobile এ একটি Mobile Verification Code যাবে। উক্ত Code দিয়ে আপনাকে Login করতে হবে।
    • ঘ. আপনার Edit Resume complete করার পর Pay to Apply সাবমেনুতে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী Post Category তে গিয়ে Apply & Pay Now Button Click করুন ।
    • ঙ. লেনদেন সম্পর্কে তথ্য জানার জন্য Payment Info মেনুতে Click করুন এবং উক্ত Instruction অনুযায়ী আপনার Payment সম্পন্ন করুন।
    • চ. যথাযথভাবে লেনদেন সম্পন্ন হওয়ার পর Applied Jobs & Admit Card Option এ গিয়ে আপনার Admit Card Download করে আপনার কার্যক্রমটি সম্পন্ন করুন।
  • ৭। লেনদেন সম্পর্কে তথ্য: ... (বিস্তারিত নিচে দেওয়া আছে)
    • ক. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন।
    • খ. একটি মাত্র লেনদেনের মাধ্যমে নির্ধারিত মূল্য পরিশোধ করুন ।
    • গ. নির্ধারিত মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
    • ঘ. Debit/Credit কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, , পিন নাম্বার, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
    • ঙ. Debit/Credit কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
    • চ. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
    • ছ. লেনদেন সংক্রান্ত জটিলতার জন্য 01791350268 এ নাম্বারে যোগাযোগ করুন । (সময় সকাল ৯.০০ থেকে বিকাল ০৫.০০)
    • জ. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।
    • ঝ. Mobile Banking এর ক্ষেত্রে মোবাইল Account Number এবং Pin Number প্রদানের মাধ্যমে Submit করতে হবে।
    • ঞ. Internet Banking এর ক্ষেত্রে User ID এবং Password প্রদানের মাধ্যম