Welcome to Jolshiri Cantonment School and College
School Logo Watermark

Jolshiri Cantonment School and College

Job Portal

নিয়োগ বিজ্ঞপ্তি-September - 2
আবেদন শুরু: 14/09/2025 শেষ সময়: 30/09/2025 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বিষয় ও সংখ্যা: প্রভাষক -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১), ব্যবস্থাপনা (১),ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১)

শিক্ষাগত যোগ্যতা: ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ থাকতে হবে)। খ। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। গ।প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে। ঘ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-০৯ ২২০০০-৫৩০৬০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: সহকারী শিক্ষক -গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা: ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। অথবা খ। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১১ ১২৫০০-৩০২৩০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: সহকারী শিক্ষক-বাংলা (১) ইংরেজি (১) ইসলাম শিক্ষা (১)আইসিটি (১)ফিন্যান্স ও ব্যাংকিং (১) ও অন্যান্য (১)

শিক্ষাগত যোগ্যতা: ক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রিসহ বিএড ডিগ্রী (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ থাকতে হবে)। খ। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। গ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১১ ১২৫০০-৩০২৩০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: প্রদর্শক - রসায়ন (১),জীববিজ্ঞান (১),পদার্থবিজ্ঞান (১)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান অথবা স্নাতকোত্তর/সমমান

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১০ ১৬০০০-৩৮৬৪০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

শিক্ষাগত যোগ্যতা: ক। সরকার স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং- এ উত্তীর্ণ। খ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ (দুই)টি-তে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১০ ১৬০০০-৩৮৬৪০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: পিএ

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। (অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক)

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১২ ১১০০০-২৬৫৯০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: নার্স (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি/এইচএসসি পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্যারামেডিকসে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৫ ৯৭০০- ২৩৪৯০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: করণিক ০১

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাবোর্ড হতে এইচএসসি/সমমান। কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে ৩০ ও ৪৫ শব্দের গতি সম্পন্ন। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা: ভারী যানবাহন (হেভি ড্রাইভিং) চালনার লাইসেন্সসহ এসএসসি পাস এবং ভারী যানবাহন চালনায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা। যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পরিযাণ বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: আইটি টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি ভোকেশনাল (ইলেট্রিক্যাল/কম্পিউটার) ২য় বিভাগ/সমমানের সিজিপিএ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৭ ৯,০০০-২১,৮০০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ল্যাব এটেনডেন্ট

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: কার্পেন্টার

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: স্টোর কিপার

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: প্লাম্বার

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ডিআর (বার্তাবাহক)/অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। হালকা যানের ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালানো জানতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: আয়া ০২

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: মালি

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: কুক

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা থাকতে হবে। বিভিন্ন দেশী ও বিদেশী রান্নায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: মেস ওয়েটার

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: বাস হেল্পার

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট (গাড়ি চালনা) বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

নিয়োগ বিজ্ঞপ্তি-TEMPORARY - 1
আবেদন শুরু: 08/09/2025 শেষ সময়: 24/09/2025 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বিষয় ও সংখ্যা: প্রভাষক (খণ্ডকালীন)-বাংলা,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,ব্যবস্থাপনা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমতুল্য সিজিপিএ/জিপিএ অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। খ. অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ. প্রভাষকদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল শাখায় পাঠদানে মানসিকতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: সর্বসাকুলো ২২৫০০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: সহকারী শিক্ষক (খণ্ডকালীন)-বাংলা,ইংরেজি,ইসলাম শিক্ষা,চারু ও কারুকলা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমতুল্য সিজিপিএ/জিপিএ অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। খ. অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ. প্রভাষকদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল শাখায় পাঠদানে মানসিকতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: সর্বস্যকুলো ১৯৫০০/

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল ও গ্রেড: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳330.0