Teacher, Officer, Employee Recruitment Exam - 2024 - SRCPSC/08/2024
আবেদন শুরু: 07/11/2024 শেষ সময়: 05/12/2024 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জাজিরা এ নিম্নবর্ণিত পদে (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রমিক বিষয় ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও গ্রেড আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ) আবেদন করুন
1 সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা): ইংরেজি-০২, গণিত -০৩, ইসলাম ও নৈতিক শিক্ষা -০২, বিজ্ঞান - ০১, আইসিটি - ০১, ফিন্যান্স - ০১, সামাজিক বিজ্ঞান -০২, হিসাব বিজ্ঞান -০১, সংগীত -০১, নৃত্য -০১, চারু ও কারুকলা -০১ সংশ্লিষ্ট বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিএড-১০ম গ্রেড (১৬০০০-৩৮৬৪০) নন বিএড-১১তম গ্রেড (১২৫০০-৩০২৩০) 530.0 আবেদন করুন
2 সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম ) ইংরেজি-০৭, গণিত-০৪, বিজ্ঞান-০২, ইসলাম ও নৈতিক শিক্ষা-০১ সামাজিক বিজ্ঞান-০১ সংশ্লিষ্ট বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন গ্রেড: ১০ম (১৬০০০-৩৮৬৪০ ) ইংলিশ ভার্সন/ মিডিয়াম ভাতা 530.0 আবেদন করুন
3 সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)। | ইংরেজি-০৪, বাংলা-০৫, গণিত-০৫, বিজ্ঞান-08 ইসলাম ও নৈতিক শিক্ষা-০৩, সামাজিক বিজ্ঞান ০৩ চারু ও কারুকলা-০১ সংশ্লিষ্ট বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন গ্রেড ১১তম (১২৫০০-৩০২৩০) 530.0 আবেদন করুন
4 আইটি এক্সপার্ট-০১ ১। কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ই আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/ সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। ২। স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজ করার বা অভিকতা থাকতে হবে। বেতন গ্রেড: ১০ম (১৬০০০-৩৮৬৪০ ) 530.0 আবেদন করুন
5 ল্যাব সহকারী-০১ ১। বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম এসএসসি পাশ। ২। স্বনামধন্য প্রতিষ্ঠানে ল্যাব সহকারী হিসেবে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অাধিকার দেখা হবে। বেতন গ্রেড: ১৮তম (৮৮০০-২১৩১০) 330.0 আবেদন করুন
6 লিফট ম্যান-০১, জেনারেটর অপারেটর/ ইলেকট্রিশিয়ান-০১, ফটোকপি মেশিন অপারেটর-০১ ১। ন্যূনতম ৮ম শ্রেণি /জেএসসি পাশ ( বয়স সর্বোচ্চ ৩৫ বছর)। ২। স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অধিকার দেয়া হবে। বেতন গ্রেড: ২০তম (৮২৫০-২০০১০) 330.0 আবেদন করুন