Teacher, Officer, Employee Recruitment Exam - 2024 - এসআরসিপিএসসি/০৯/২০২৪
আবেদন শুরু: 21/11/2024 শেষ সময়: 26/12/2024 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জাজিরা এ নিম্নবর্ণিত পদে (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রমিক বিষয় ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও গ্রেড আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ) আবেদন করুন
1 প্রভাষক: ইংরেজি-০৩, বাংলা-০২,গণিত-০১, পদার্থ-০১, রসায়ন-০১, জীববিজ্ঞান-০১, হিসাব বিজ্ঞান-০১, ব্যবস্থাপনা-০১, মার্কেটিং-০১, ইতিহাস-০১, আইসিটি-০২, যুক্তিবিদ্যা-০১, কৃষিশিক্ষা-০১, ভূগোল-০১, পৌরনীতি-০১ ১)সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর /সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ২) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন গ্রেড: ৯ম (২২০০০-৫৩০৬০) 830.0 আবেদন করুন
2 ড্রাইভার-০২ কমপক্ষে এসএসসি পাশ। হেভি ড্রাইভিং লাইসেন্স এবং পাঁচ বছরের বাস ও মাইক্রোবাস চালানোর বাস্তব অভিজ্ঞতা ও মেডিকেল ফিটনেস থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য । বেতন গ্রেড: ১৪তম (১০২০০-২৪৬৮০) 330.0 আবেদন করুন
3 কম্পিউটার অপারেটর -০৩ যেকোন বিভাগে স্নাতক/সমমান ডিগ্রী। । শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে কমপক্ষে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য । বেতন গ্রেড: ১৬তম (৯৩০০-২২৪৯০) 330.0 আবেদন করুন
4 নিরাপত্তা প্রহরী/নাইট গার্ড/অফিস সহায়ক-০৬ ১। ন্যূনতম ৮ম শ্রেণি /জেএসসি পাশ (বয়স সর্বোচ্চ ৩৫ বছর)। ২। স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন গ্রেড: ২০তম (৮২৫০-২০০১০) 330.0 আবেদন করুন