Welcome to ADAMJEE CANTONMENT PUBLIC SCHOOL AND COLLEGE, JOLSHIRI
School Logo Watermark

ADAMJEE CANTONMENT PUBLIC SCHOOL AND COLLEGE, JOLSHIRI

Job Portal

নিয়োগ বিজ্ঞপ্তি - এসিপিএসসিজে/নিয়োগ/২০২৫
আবেদন শুরু: 22/08/2025 শেষ সময়: 30/09/2025 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে। আবেদনকারীকে ১ থেকে ৩নং পদের জন্য ১০০০/- এবং ৪ থেকে ৬নং পদের জন্য ৫০০/- টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

বিষয় ও সংখ্যা: প্রভাষক(আইসিটি)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ সমতুল্য জিপিএ/সিজিপিএ)। (খ) প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড—৯) ২২,০০০—৫৩,০৬০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: সহকারী শিক্ষক—১৮

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম অনার্সসহ মাস্টার্স। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য জিপিএ/সিজিপিএ।

বেতন স্কেল ও গ্রেড: (বিএড সহ—গ্রেড—১০) ১৬০০০—৩৮৬৪০/- (বিএড ছাড়া—গ্রেড-১১) ১২৫০০—৩০২৩০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: এডমিন ইনচার্জ-০১

শিক্ষাগত যোগ্যতা: ক) স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে যে কোনো/সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ সহ স্নাতক (সম্মান)। (খ) শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। (গ) অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য (সেনাবাহিনীর শিক্ষা কোরের প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে)। (ঘ) কম্পিউটার চালনায় দক্ষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড—১০) ১৬০০০—৩৮৬৪০/- (অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳1030.0

বিষয় ও সংখ্যা: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর—০১

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা বোর্ড হতে এইচএসসি/ সমমান। কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড—১৬) ৯,৩০০—২২,৪৯০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: ড্রাইভার—০২

শিক্ষাগত যোগ্যতা: (ক) এসএসসি পাশ। (খ) ভারী/হাল্কা যানবাহন চালাতে দক্ষ ও বৈধ লাইসেন্সধারী। (গ) অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড: ভারি লাইন্সধারী (গ্রেড—১৫)সে ৯,৭০০—২৩,৪৯০/- হাল্কা লাইসেন্সধারী (গ্রেড—১৬) (৯,৩০০—২২,৪৯০)

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0

বিষয় ও সংখ্যা: আয়া (মহিলা)-০৪ পরিচ্ছন্নতা কর্মী—০২

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি/জেএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড—২০) ৮২৫০—২০০১০/-

আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ): ৳530.0